চরফ্যাশন প্রতিনিধি ॥
পুলিশই জনতা ,জনতাই পুলিশ এই শ্লোগান নিয়ে চরফ্যাশন থানা পুলিশের উদ্যোগে কমিনিউটি পুলিশিং ডে-১৯ পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় থানা চত্বর থেকে এক র্যালী বের হয়ে বাজার উল্লেখ্যযোগ্য সড়ক প্রদক্ষিণ করা হয়েছে। পরে গোলঘরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আরেফীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন। উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ তদন্ত কার্তিক চন্দ্র দেবনাথ ও সাংবাদিক আমির হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপজেলার দুলারহাট, শশীভূষণ ও দক্ষিণ আইচা থানার উদ্যোগে পৃথক পৃথক ভাবে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী বের করা হয়েছে। বক্তরা বলেন, ২০১৭ সালের ২৬ অক্টোবর এই দিনে কমিনিউটিং পুলিশিং প্রতিষ্ঠা করা হয়।