শামীম আহমেদ, ॥
“মানুষ মানুষের জন্য” এই প্রতিপাদ্য নিয়ে সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলের বণ্যা দূগত বানবাধিদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানিয়ে বরিশাল মহানগর বিএনপি নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান সহ পথচারিদের কাছ সাহয্যের হাত বাড়িয়ে তাদের কাছে গিয়ে দাড়িয়েছেন। এসময় সাধারন ব্যবসায়ী ও পথচারিরা স্বতঃফূর্তভাবে যার যা তৌফিক মত সেভাবে বাণ্যার্তদের পাশে থাকার সহনোভূতি দেখিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গেছে।
আজ মঙ্গলবার (৫) জুলাই বেলা সাড়ে ১১টায় নগরীর ফলপট্রি এলাকা থেকে সাহায্য উত্তোলন কার্যক্রম শুরু করেন। পরে চকবাজার, পদ্ধাবতী, সহ বেশ কয়েকটি এলাকায় ঘুড়ে ঘুড়ে বণ্যার্তদের জন্য সাহায্য উত্তোলন করেন।
এসময় উপস্থি ছিলেন মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, দলের রসিকম্যান সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর মহিলাদল সভাপতি অধ্যাপিক ফারহানা তিথি, সাধারন সম্পাদক পাপিয়া পারভিন,মহানগর শ্রমিক দল আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান, মহানগর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ,বদিউজ্জামান টোলন,জহিরুল ইসলাম লিটু, জাহিদুর রহমান রিপন,মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, মহানগর যুবদল সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম রতন,নগরের নয় নং ওয়ার্ড সভাপতি আখতারুজ্জামান মিলন, সাধারন সম্পাদক শাহিনুর রহমান শাহিন, আলমগীর হোসেন,মহানগর যুবদল নেতা মাকসুদ সহ বিভিন্ন দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহন করেন।