বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

লালমোহন উপজেলা আ’লীগের সম্মেলনে পুনরায় সভাপতি এমপি শাওন

লালমোহন উপজেলা আ’লীগের সম্মেলনে পুনরায় সভাপতি এমপি শাওন

লালমোহন ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনায় লালমোহন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে সম্মেলনে ডেলিকেট ভোটে এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন পুনরায় সভাপতি ও ফখরুল আলম হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির সভাপতিত্বে বিশেষ অতিথী ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সম্পাদক ও জেলা প্রশাসক আবদুল মমিন টুলু,সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, সহসভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌর আওয়ামী লীগ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল,সহসভাপতি মেজবাহ উদ্দিন আরজু,সাংগঠনিক সম্পাদক আনম শাহজামাল দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আলহাজ্ব আবুল কাসেম মিয়া, পৌর কাউন্সিলর আলহাজ্ব জহিরুল ইসলাম মাসুদ পাটোয়ারী, ফরহাদ হোসেন মেহের, রায়হান মাসুম, এহসানুল হক ফরিদ, সাইফুল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনে এমপি শাওন বলেন, বাংলার উন্নয়নের সবটুকু অর্জন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার। আমরা প্রাণের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শুধু কাজ করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech