চরফ্যাশন প্রতিনিধি ॥ ভোলার জেলার চরফ্যাসন উপজেলার তেতুলিয়া নদীর উপাস খালীর এলাকায় ( ৫ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ১টি ট্রলার ও ২৫ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা ষ্টেশন আউটপোষ্ট কন্টিনজেন্ট কমান্ডার ।
এসময় ট্রলার থাকা ২০ মন জাটকা ইলিশ মাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাছগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার মারুফ হোনেন মিনালের উপস্থিতে চর কচ্ছপিয়া ৮ টি এতিমখানায় ও গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আলমগীর হোসেন জানান, তেতুলিয়া নদীর উপাসখালীতে অভিযান পরিচালনাকালে তেতুলিয়া নদী থেকে ১ টি ট্রলার সহ ২০ মন জাটকা ও ২৫ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়।
উপজেলা মৎস্য কর্মকতার নির্দেশক্রমে চরকচ্ছপিয়া কোষ্টগার্ডের অফিসের সামনে জালগুলো আগুনে। পরে ভ্রাম্যমান আদালত ট্রলারটির অর্থদণ্ড দিবেন বলে মৎস্য কর্মকতা যানিয়াচ্ছেন।