অসহায় অসুস্থ হতদরিদ্র মানুষের সেবায় উজ্জ্বল নক্ষত্র জনতার নেতা এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। নিজ এলাকার জনগনের যে কোন প্রয়োজনে সময়ের ব্যবধান ভুলে নিরলস প্রচেষ্টার সফল কান্ডারী নন্দিত জননেতা এমপি শাওন।
বিশেষ করে নিজ সংসদী আসনের দল মত নির্বিশেষে যে কোন মানুষ এলাকায় হোক আর সূদুর রাজধানী ঢাকায় চিকিৎসা সেবা নিতে এসে এমপি শাওনের কাছে সহযোগিতা চাওয়ার পূর্বেই অকাতরে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অতুলনীয় এমপি শাওন।
যার ফলশ্রুতিতে নিজ এলাকার সকল জনগনের নিকট এমপি শাওন দ্বীপবন্ধু উপাধিতে আসীন। এরই ধারাবাহিকতা শনিবার রাজধানীতে চিকিৎসা নিতে আসা তজুমুদ্দিন উপজেলা যুবলীগ নেতা মামুনের ভাই মাসুমকে দেখতে হাসপাতালে ছুটে যান এমপি শাওন।
এসময় তিনি মাসুমের উন্নত চিকিৎসার ব্যবস্থায় প্রয়োজনীয় সকল সহযোগীতার ব্যবস্থা করেন। এমন হাজারো প্রমান রয়েছে এমপি শাওনের সফল কর্মগুনের। এলাকাবাসীর ভাষ্য, লালমোহন তজুমুদ্দিন উপজেলার যে কোন বিপদাপদে সব সময় পাশে থেকে সহযোগীতার পাশাপাশি মানুষের সবচেয়ে বিপদকালীন তথা চিকিৎসা সেবা নিতে সাধ্যর চেয়ে অধিক সহযোগিতার ক্ষেত্রে অতুলনীয় দানবীর দ্বীপবন্ধু এমপি শাওন।