বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

বরিশালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

বরিশাল অফিস:
বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে ১০৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৩৪৩ জন রোগী চিকিৎসা নিতে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গোটা বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ১২৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রবিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এই তথ্য জানিয়েছেন। মৃতরা হলেন, বরিশালের বিমানবন্দর থানাধীন মুশুরিয়া এলাকার আলেয়া (৬৭), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মারুফা (৩৮) ও বরগুনা জেলা সদরেরর আবিদ (১৬)।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৩৪৩ জন ডেঙ্গুরোগীর মধ্যে ৫৪ জন বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ৩৮ জন পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ দুই হাসপাতালে বর্তমানে ৩৮৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৬৫ জন, পটুয়াখালীতে ২৯ জন, ভোলায় ৩৬ জন, পিরোজপুরে ৭৫, বরগুনায় ৩০ ও ঝালকাঠিতে ১৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে চব্বিশ হাজার ৮২১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তেইশ হাজার ৫৯০ জন। এদিকে চলতি বছর গোটা বিভাগে ১০৫ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। যারমধ্যে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৩ জন, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ২ জন, পটুয়াখালীতে ২ জন, ভোলায় ৮ জন, পিরোজপুরে ১০ জন, বরগুনায় ৫ জন এবং ঝালকাঠির হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech