চরফ্যাশন থেকে / অশোক কুমার সাহা:
ব্যাপক জাকজমকপূর্ণভাবে চরফ্যাশন বাজার ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মের্সাস ইলেকট্রিক পয়েন্ট এর প্রোঃ আঃ খালেক(সানী) সভাপতি, মাসুম টেলিকম এর প্রোঃ মো.আকতার হোসেন মাসুম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। এছাড়াও বাবুল দেবনাথ সহ-সভাপতি, মো.ছালাউদ্দিন যুগ্ন সাধারণ সম্পাদক, ঝর্ণা ইলেকট্রিক এর মালিক চান শরীফ সাংগঠনিক, বিদ্যুৎ ঘর ইলেকট্রিক এর প্রোঃ নিজাম ক্যাশিয়ার, টেকনো ইলেকট্রিক এর প্রোঃ মোঃ মাইনোউদ্দিন দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার(১২ডিসেম্বর/১৯ইং)তারিখে নুর হোটেল ২য় তলার হলরুমে ইলেকট্রিক ব্যবসায়ীদের সরাসরি ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটিতে সামসুদ্দিন ও জহিরুল ইসলামসহ নয় সদস্য বিশিষ্ঠ্য এই কমিটি করা হয়। এতে প্রধান উপদেষ্টা চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন এর তত্বাবধানে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, রায়হান ইলেকট্রিক এর প্রোঃ গোলাম মোস্তফা চুন্নু, সীমা ইলেকট্রিক এর প্রোঃ বাবুল দেবনাথ, খাদিজা ইলেকট্রিক এর প্রোঃ মামুন, সৌর পাওয়ার ইলেকট্রিক এর প্রোঃ মো.নুরুল ইসলাম, একতা ইলেকট্রিক এর প্রোঃ ইয়াছিন প্রমুখ।