লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে ৭৮ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের কালামুউল্লাহ বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করে মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়ির সদস্যরা। আটককৃতরা হলেন লালমোহন পৌরসভার ২নং ওয়ার্ডের মৃত ছানাউল্লাহর ছেলে ইব্রাহিম (২৫) ও ধলিগৌরনগর ইউনিয়নের করিমগঞ্জ এলাকার মৃত হাফেজের ছেলে সুমন (৩২)।
এব্যাপারে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় এ দুই যুবককে মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়ির সদস্যরা আটক করে। এদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেছে।