‘সহানুভূতি নয়, বন্ধুত্বের অনুভূতি নিয়ে পাশে থাকতে চাই’ এই প্রতিপাদ্যকে ধারণ করে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমানের উদ্যোগে অনুভূতির দেয়াল স্থাপন করা হয়েছে।
অনুভূতির দেয়াল নামের এই ব্যানারের মাধ্যমে সমাজের অসহায় ও শীর্তাত মানুষের জন্য শীত বস্ত্রসহ বিভিন্ন জামা-কাপড় বিতরণ করা হবে।
এছাড়াও সমাজের বিত্তবানরা অসহায় মানুষকে সহযোগিতা করতে পারবে এই অনুভূতির দেয়ালের মাধ্যমে। শুক্রবার ২৭ ডিসেম্বর অনূভুতির দেয়ালের শুভ সূচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান।
একজন মহৎ হৃদয়বান মানুষ অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান স্যারের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্থরের জনগন। তীব্র শীতে শীতার্ত মানুষের জন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মানুষ মানুষের জন্য প্রমানে এমন কর্মগুনকে স্যালুট জানান সাধারন মানুষ।