চরফ্যাশন প্রতিনিধি্॥
ভোলার চরফ্যাশন প্রেসক্লাবের ২০২০- ২০২১ সনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন আবুল হাশেম মহাজন (সম্পাদক, চরফ্যাশন নিউজ) সহ-সভাপতি আমির হোসেন(যুগান্তর) এবং সাধারন সম্পাদক মনির আহম্মেদ শুভ্র (নির্বাহী সম্পাদক চরফ্যাশন নিউজ) নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটির সহ সভাপতি এম আবু সিদ্দিক( বাংলাদেশ প্রতিদিন), সহ- সভাপতি ইয়াছিন আরাফাত (দক্ষিণের কাগজ),), সহ-সভাপতি কামরুজ্জামান, (নয়া দিগন্ত), সহ-সভাপতি আবুল খায়ের নাজু (আজকের বরিশাল), যুগ্ম সম্পাদক জামাল মোল্লা (সংবাদ), নোমান সিকদার (সমকাল), বার্তা সম্পাদক কামরুল সিকদার (কালের কন্ঠ), কোষাদক্ষ মিজানুর রহমান নয়ন (ইত্তেফাক),প্রচার সম্পাদক অশোক সাহা (খবরপত্র), সাহিত্য সম্পাদক এস আই মুকুল (খোলা কাগজ), সাংস্কৃতিক সম্পাদক সজীব শাহারিয়া (প্রতিদিনের সংবাদ), ধর্ম সম্পাদক মাইন উদ্দিন জমাদার (যায় যায় দিন), দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন সিকদার (মানব জমিন)। কমিটির নির্বাহী সদস্য বাদল কৃষ দেবনাথ, জামাল উদ্দিন মহাজন, মোছলেহ উদ্দিন, শহিদুল ইসলাম দুলাল ও কামাল হোসেন মিয়াজি।
চরফ্যাশন প্রেসক্লাব ভবনে বার্ষিক সাধারণ সভায় দুই বছর মেয়াদে কমিটি গঠন করা হয়েছে। চরফ্যাশন দ্বি-বার্ষিকী সাধারন সভাা অনুষ্ঠিত হওয়ার পর বৃহম্পতিবার সন্ধ্যায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এদিকে চরফ্যাশন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন।