বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

পিএসজিকে পেল রিয়াল, কঠিন গ্রুপে বার্সা

পিএসজিকে পেল রিয়াল, কঠিন গ্রুপে বার্সা

চ্যাম্পিয়নস লিগের ২০১৯-২০ মৌসুমের ড্রতে রিয়াল মাদ্রিদের ভাগ্যে কঠিন দল লেখাই ছিল। পট দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ পট একে থাকা পিএসজিকে পেয়েছে। পিএসজি ও রিয়াল মাদ্রিদ গ্রুপ ‘এ’ আছে।

অন্যদিকে বার্সেলোনা পট দুই থেকে পেয়েছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডুকে। তৃতীয় পটের সবচেয়ে কঠিন দল ইন্টার মিলান পড়েছে বার্সার গ্রুপে। গ্রুপ অব ডেথ হয়েছে এটাই। তারা আছে গ্রুপ এফে।

মোনাকোর গ্রিমলদি ফোরামে বৃহস্পতিবার চ্যাম্পিয়নস লিগের ড্রর অনুষ্ঠিত হচ্ছে। জুভেন্টাস এবং অ্যাথলেটিকো মাদ্রিদ গ্রুপ পর্বে মুখোমুখি হবে। চ্যাম্পিয়ন লিভারপুল পট দুই থেকে পেয়েছে ইতালির ক্লাব নাপোলিকে।

গ্রুপ এ: পিএসজি, রিয়াল মাদ্রিদ  ক্লাব ব্রুজ, গ্যালাতাসারে

গ্রুপ বি: বায়ার্ন মিউনিখ, টটেনহ্যাম, অলিম্পিয়াকোস, রেড স্টার বেলগ্রেড

গ্রুপ সি: ম্যানচেস্টার সিটি, শাখতার দোনেস্ক, ডায়নামো জাগরেব, অ্যাটালান্টা

গ্রুপ ডি: জুভেন্টাস, অ্যাথলেেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, লোকমোটিভ মস্কো

গ্রুপ : লিভারপুল, নাপোলি, রেড বুল সুলসবার্গ, গেঙ্ক,

গ্রুপ এফ: বার্সেলোনা, বরুসিয়া ডর্টুমুন্ড, ইন্টার মিলান, সালভিয়া প্রাগ

গ্রুপ জি: জেনিথ, বেনফিকা, লিও, লিগজিগ

গ্রুপ এইচ: চেলসি, আয়াক্স, ভ্যালেন্সিয়া, লিলি

চ্যাম্পিয়নস লিগের চার পটে থাকা দল: 

পট-১: লিভারপুল (চ্যাম্পিয়নস লিগ), চেলসি (ইউরোপা লিগ), বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ, পিএসজি, জেনিত।

পট-২: রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, নাপোলি, শাখতার দোনেস্ক, টটেনহাম, বেনফিকা, আয়াক্স।

পট-৩: লিও, বায়ার লেভারকুসেন, রেড বুল সালজবুর্গ, অলিম্পিয়াকোস, ভ্যালেন্সিয়া, ইন্টার মিলান, জাগরেব, ক্লাব ব্রুজ।

পট-৪: লোকোমোটিভ মস্কো, গেঙ্ক, গ্যালাতাসারাই, লাইপজিগ, রেড স্টার, আটালান্টা, লিলি, সালভিয়া প্রাগ।

বিস্তারিত আসছে…

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech