বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

যুক্তরাষ্ট্রে ‘পরাণ’ মুক্তি পাচ্ছে ২৩ সেপ্টেম্বর

যুক্তরাষ্ট্রে ‘পরাণ’ মুক্তি পাচ্ছে ২৩ সেপ্টেম্বর

বিনোদন ডেস্ক :

দেশের দর্শকদের মুগ্ধ করে এবার যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘পরাণ’ সিনেমা। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় আগামী ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্যে প্রায় ৭০টি সিনেমা হলে সিনেপ্রেমীরা উপভোগ করবেন ‘পরাণ’ সিনেমা। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

গত ঈদুল আজহায় লাইভ টেকনোলজিস প্রযোজিত রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমাটি মুক্তি পায়। টানা দুই মাস ‘পরাণ’ প্রেক্ষাগৃহে সফলভাবে দর্শক রেখেছিল। ছবিটি দেখতে এখনও প্রেক্ষাগৃহে ছুটছে দর্শক। এ বছরের ব্যবসাসফল ছবির তালিকায় উঠে এসেছে সিনেমাটি। শুধু তা-ই নয়, এই সিনেমার ‘চলো নিরালায়’ গানটি রীতিমতো ভাইরাল হয়েছে। সিনেমার এমন সফলতায় দারুণ খুশি ‘পরাণ’ ছবির কলাকুশলীরা।

‘পরাণ’ দেখা যাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউ জার্সি, পেনিসেলভেনিয়া, কানেটিকাট, ম্যাসাচুসেটস, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, জর্জিয়া, ফ্লোরিডা, টেক্সাস, আলাবামা, লুসিয়ানা, নর্থ ক্যারোলাইনা, ওহাইও, ওকলাহোমা, মিশিগান, ইলিয়ন, কলোরাডো, মিসৌরি, কানসাস, ইউটাহ, অরেগন, ওয়াশিংটন, অ্যারিজোনা,ক্যালিফোর্নিয়ার প্রেক্ষাগৃহে।

যুক্তরাষ্ট্রে ‘পরাণ’ ছবির পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন, ‘ছবিটি মুক্তির পর থেকেই যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিরা দেখার জন্য মুখিয়ে রয়েছে। অবশেষে সবার আগ্রহে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এরই মধ্যে সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়ে গেছে। ছবিটি নিয়ে আমরা দারুণ আশাবাদী।’

বায়োস্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক রুবনা রশিদ বলেন,‘সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ দেখে আমরা মুগ্ধ। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। সবাইকে ছবিটি দেখার জন্য অনুরোধ করছি।’

‘পরাণ’ ছবিতে শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহানের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech