দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
“আপনার অধিকার,আপনার দায়িত্বঃ দুর্নূীতিকে না বলুন”এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে দুমকিতে জাতীয় সংগীত পরিবেশন,মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বৃহঃবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দুর্নীতি কমিশনের পতাকা উত্তোলন করা হয়। পরে একই স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ ফজলুল হক। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন মাসুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলাল, সভা পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন এর দুমকি প্রতিনিধি মোঃ আবদুল কুদ্দুস। পরে সৃজনী বিদ্যানিকেতনের ছাত্রদের নিয়ে দুর্নীতি বিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দুমকি উপজেলা নির্বাহি অফিসার মোঃ শাহাদাত হোসেন মাসুদ।