পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে ফের ভেসে এলো বিশাল আকৃতির একটি অর্ধগলিত মৃত কচ্ছপ। এটির ওজন প্রায় ৩৫ কেজি। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে জিরো পয়েন্টের পূর্ব পাশে পর্যটন পার্ক সংলগ্ন সৈকতে মৃত কচ্ছপটি দেখতে পায় স্থানীয়রা। গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশ, ইকোফিশ-২ এর ব্লু-গার্ড সদস্যরা এটিকে উদ্ধার করে মাটি চাপা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জোয়ারের সময় কচ্ছপটি ভেসে এসে সৈকতের বালুতে আটক পরে। তবে এটি অর্ধগলিত অবস্থায় ছিল। এছাড়া শরীরের বেশ কয়েকটি স্থানে আঘাত রয়েছে। তাদের ধরনা জেলেদের জালের আঘাতে কিংবা জাহাজের সাথে ধাক্কা লেগে কচ্ছপটি মারা যেতে পারে।
গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশ, ইকোফিশ-২ সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, বর্তমানে কচ্ছপের প্রজননের সময়, তাই এরা উপকূলে চলে আসে। এবছর ৯টি সামুদ্রিক কচ্ছপ কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে। এর মধ্যে একটি ছিল জীবিত।